উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুল হুদা জানান, বুধবার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ(উপজেলা-১ শাখা) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে এবং বৃহস্পতিবার তার উপজেলায় পৌঁছেছে।
পৌঁছার পর গেজেটের কপি তিনি উপজেলার সকল দপ্তর ও জনপ্রতিনিধিদের কাছে পাঠিয়েছেন বলে জানান ইউএনও নুরুল হুদা।
“এখন থেকেইন্দুরকানী উপজেলা নামে কার্যক্রম চলবে।”
২০০২ সালের ২৭ মার্চ চার দলীয় জোট সরকারের আমলে নিকার কমিটির ৮৭তম বৈঠকে ইন্দুরকানী উপজেলাকে জিয়ানগর নাম দেওয়া হয়। ১৫ বছর পর গত ৯জানুয়ারি নিকার কমিটির১১৩তম বৈঠকে আগের নাম আবার ফিরিয়ে আনা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুলহুদা জানান, জিয়ানগরউপজেলার নাম পরিবর্তণ করে ইন্দুরকানী উপজেলা নাম করণের গেজেট আজ হাতে পেয়েছি। এখনথেকে ইন্দুরকানী উপজেলা নামে এ উপজেলার কার্যক্রম চলবে।