ভোলা-বরিশাল সেতুর সমীক্ষা চলছে: তোফায়েল

ভোলা-বরিশাল সেতুর সমীক্ষার কাজ চলছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Feb 2017, 11:18 AM
Updated : 4 Feb 2017, 11:18 AM

শনিবার ভোলায় এক অনুষ্ঠানে এ কথা জানান আওয়ামী লীগের জ্যেষ্ঠ এ নেতা।

তিনি বলেন, “ভোলা-বরিশাল সেতুর সমীক্ষার কাজ চলছে। এরপরই এটি অনুমোদনের জন্য একনেকে যাবে।”

“এই ব্রিজ হলে পদ্মা সেতু হয়ে ভোলা থেকে চার ঘণ্টায় ঢাকা যাওয়া যাবে। তখন ভোলা জেলা দেশের মূলভূখণ্ডের সঙ্গে যুক্ত হবে। আর ভোলা হবে দেশের সবচেয়ে উন্নত জেলা।”

ভোলা জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্বভার গ্রহণ ও জেলার চার সংসদ সদস্যের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, রাশিয়ান একটি কোম্পানিকে ভোলার গ্যাস উত্তোলনের দায়িত্ব দেওয়া হয়েছে। ভোলায় গ্যাসভিত্তিক শিল্প হবে।

মোমিন টুলুর সভাপততিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিনিয়োগ বোর্ডের সাবেক নির্বাহী চেয়ারম্যান ও সাবেক সচিব এম মোকাম্মেল হক, ভোলা-৪ আসনের সাংসদ, বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন ও ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুল।