ঘন কুয়াশায় ফেরি চলাচল ব্যাহত

ঘন কুয়াশায় নদী ঢেকে থাকায় চাঁদপুর-শরীয়তপুর, শিমুলিয়া-কাঠাঁলবাড়ি ও পাটুরিয়া-দৌলতদিয়ায় কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর আবার ফেরি চলাচল শুরু করেছে।

মানিকগঞ্জ প্রতিনিধিচাঁদপুর, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Feb 2017, 03:12 AM
Updated : 3 Feb 2017, 06:38 AM

চাঁদপুরের হরিনা ফেরিঘাট ম্যানেজার ইমরান খান জানান, শুক্রবার ভোর ৫টার দিকে কুয়াশা বেড়ে গেলে মেঘনা নদীর চাঁদপুর-শরীয়তপুর রুটে ফেরি চলাচল বন্ধ করা দেওয়া হয়।

“বেলা ১২টার দিকে কুয়াশ কেটে গেলে আবার ফেরি চলাচল শুরু হয়।”

শিমুলিয়া-কাঠাঁলবাড়ি নৌপথে ফেরি বন্ধ ছিল প্রায় পাঁচ ঘণ্টা।

মুন্সীগঞ্জ বিআইডব্লিউটিসির এজিএম খন্দকার খালেদ নেওয়াজ জানান, শুক্রবার ভোর ৪টা থেকে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল ৯টায় কুয়াশা কেটে গেলে শিমুলিয়া-কাঠাঁলবাড়ি নৌপথে আবার ফেরি চলাচল শুরু হয়।

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি বন্ধ ছিল আড়াই ঘণ্টা।

দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, শুক্রবার সকাল ৬টার দিকে কুয়াশা বেড়ে গেলে পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

“সকাল সাড়ে ৮টায় কুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল শুরু করে।”

এদিকে দৌলতদিয়ার পাঁচটি ফেরিঘাটের মধ্যে একটি গত পাঁচ দিন ধরে পানি কমতে থাকায় বন্ধ রয়েছে বলে তিনি জানান।