মানিকগঞ্জে আকতার ফার্নিচার কারখানায় অগ্নিকাণ্ড

মানিকগঞ্জের আকতার ফার্নিচার কারখানা আগুন লেগে যন্ত্রপাতি ও মালামাল পুড়ে গেছে।

মানিকগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Jan 2017, 10:45 AM
Updated : 31 Jan 2017, 11:17 AM

মঙ্গলবার সকালে সিংগাইর উপজেলায় ফোর্ডনগর এলাকায় আকতার ফার্নিচার কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিয় গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ পরিদর্শক মোহাম্মদ শাহাদত হোসেন।

তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন সিংগাইর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন।

ফায়ার সার্ভিস কর্মকর্তা শাহাদত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে আকতার ফার্নিচার কারখানার ম্যাট্রেস তৈরির ইউনিটে আগুনের সূত্রপাত হয়। পরে তা অন্যান্য ইউনিটে ছড়িয়ে পড়ে। 

“খবর পেয়ে সিঙ্গাইর ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সাভার, মানিকগঞ্জ ও ঢাকার মিরপুর থেকে আরও ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে।”

পরে দুই ঘণ্টার চেষ্টায় বেলা ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে কারখানার যন্ত্রপাতিহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে বলে জানান তিনি।

কারখানার মালিক এ কে আকতারুজ্জামান বলেন, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

আগুনে কমপক্ষে ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।