কুষ্টিয়ায় গৃহবধূর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার, হত্যার অভিযোগ

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় এক গৃহবধূর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Jan 2017, 09:24 AM
Updated : 31 Jan 2017, 09:24 AM

ভেড়ামারা থানার ওসি নূর হোসেন খন্দকার জানান, বাহাদুরপুর গ্রামের একটি বাঁশঝাড়ে মঙ্গলবার সকালে শরীফা খাতুনের (৩২) লাশ পাওয়া যায়। 

শরিফা ওই এলাকার মিন্টু আলীর স্ত্রী। 

যৌতুক না পেয়ে শরীফাকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ করেছেন তার বাবা শাইজুদ্দিন শেখ।

শাইজুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মিন্টু প্রায়ই যৌতুক চেয়ে শরীফাকে মারধর করত। এর আগে দুই দফায় মিন্টুকে টাকা দেওয়া হয়। সম্প্রতি সে আবার টাকা চাইলে আমরা দিতে ব্যর্থ হই।”

সকালে মিন্টুর বাড়ির লোকজনদের কাছে তারা শরীফার মৃত্যুর খবর পান বলে জানান শাইজুদ্দিন।

এদিকে শরীফা আত্মহত্যা করেছেন দাবি করে মিন্টু বলেন, “সকালে শরীফা বাড়ির পাশের বাঁশ বাগানে গিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।”

আগুন দেখে তারা ছুটে গেলেও ততক্ষণে শরীফা দগ্ধ হয়ে মারা যান বলে মিন্টুর ভাষ্য।

কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার কামরুল হাসান জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শরীফার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

তিনি বলেন, “শরীফা মানসিক রোগী ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছে। তার শরীরে কেরোসিনের গন্ধ পাওয়া গেছে।”

তবে এটি আত্মহত্যা নাকি হত্যা তা তদন্তের পর নিশ্চিত করা যাবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা