রাজশাহীতে শিবিরের আস্তানায় ‘নীরবে হত্যার কৌশল’

রাজশাহীতে ইসলামী ছাত্রশিবিরের গোপন আস্তানার সন্ধান পেয়েছে, যেখানে অভিযান চালিয়ে জিহাদি বই, হাতবোমাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2017, 04:31 PM
Updated : 29 Jan 2017, 04:34 PM

রোববার নগরীর শিরোইল বাস টার্মিনালের পেছনের একটি বাড়িতে এ অভিযান চালানো হয় বলে মহানগর পুলিশের মুখপাত্র ও জ্যেষ্ঠ সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান।

গ্রেপ্তাররা হলেন, মনিরুল ইসলাম ও রাসেল আহমেদ।

পুলিশের মুখপাত্র ইফতে খায়ের বলেন, “বেশ কিছুদিন ধরে ওই বাড়িটি হিসেবে ছাত্রশিবিরের গোপন আস্তানা হিসেবে ব্যবহৃত হচ্ছিল। সেখানে অজ্ঞাতদের আনাগোনা চলছিলো। এ কারণে ওই বাড়িতে অভিযান চালানো হয়।”

অভিযানে বিপুল পরিমাণ জিহাদি বই, শিবিরের লিফলেট, সিডি, ব্যানার, দুটি হাতবোমা ও তিন সেট ‘নীরবে হত্যার কৌশল’ বইয়ের একটি কপিসহ ওই দুজনকে আটক করা হয় বলে জানান তিনি।