গাইবান্ধায় স্কুলে অগ্নিকাণ্ড: সন্দেহভাজন যুবক গ্রেপ্তার

গাইবান্ধা সদরের গণউন্নয়ন একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2017, 03:57 PM
Updated : 29 Jan 2017, 03:57 PM

গ্রেপ্তার মো. রঞ্জু মিয়া (৩০) উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া (পারদিয়ারা) গ্রামের মজিবর রহমানের ছেলে।

রোববার বিকালে ওই গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে গাইবান্ধা সদর থানার ওসি একেএম মেহেদী হাসান জানান।

বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডে গাইবান্ধা সদর উপজেলার গণউন্নয়ন একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের আসবাবপত্র, ১০টি শ্রেণিকক্ষসহ এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র পুড়ে যায়।

মাদক, জুয়া, মদ ও যাত্রার নামে নাচ গানের আসর প্রতিরোধে বৃহস্পতিবার স্কুল কমিটির সঙ্গে স্থানীয়দের সমাবেশ হয়। এসব কারণে দুর্বৃত্তরা স্কুলে আগুন দিতে পারে বলে ধারণা স্কুল কর্তৃপক্ষের।

এ ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক বাদী হয়ে শনিবার অজ্ঞাতদের বিরুদ্ধে নাশকতার মামলা করেন।

ওসি মেহেদী হাসান বলেন, স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলার পর থেকে জড়িতদের গ্রেপ্তারে বিভিন্ন উদ্যোগ নেয়। এরই অংশ হিসেবে সন্দেহভাজন রঞ্জু মিয়াকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

“আগুনে বিদ্যালয় পুড়ে যাওয়ার আলামত সংগ্রহ করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে দিনভর র‌্যাব ও পুলিশের অপরাধ সনাক্তকরণ ইউনিট কাজ করেছে।”

ঘটনার প্রতিবাদে রোববার স্কুল চত্বরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং গাইবান্ধা শহরে জেলা মানবাধিকার ফোরাম, মানবাধিকার সামাজিক উদ্যোক্তা দল, জেলা পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটসহ বেশ কয়েকটি সংগঠন মানববন্ধন করেছে।

সমাবেশে থেকে ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

রোববারও স্কুল মাঠে তাবু টানিয়ে এবং স্থানীয় আশ্রয় কেন্দ্রে শিক্ষার্থীরা ক্লাশ করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।