মানিকগঞ্জে ডাকাতের হামলা, আটক ১

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় এক মুদি দোকানির বাড়িতে ডাকাতের হামলায় চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে; এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

মানিকগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2017, 09:08 AM
Updated : 28 Jan 2017, 09:09 AM

সাটুরিয়া থানার ওসি মো. হাবিবুল্লাহ সরকার জানান, শুক্রবার রাত ২টার দিকে সাটুরিয়া ইউনিয়নের মণ্ডলপাড়ায় মুদি দোকানি সুদেব সাহার বাড়িতে ডাকাতরা হামলা করে বলে অভিযোগ পাওয়া গেছে।

ওসি প্রাথমিক তদন্তের তথ্যে বলেন, ডাকাতরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঘরের দরজা ভেঙে সুদেব সাহা ও তার স্ত্রী রিতা রানীর হাত-পা বেঁধে পিটিয়ে আহত করে।

“তারা দুটি ঘরের আলমারি ভেঙে ১৫ ভরি স্বর্ণ, ৮০ ভরি রুপা ও দেড় লক্ষাধিক টাকা লুট করে বলে অভিযোগ। পরে বাড়ির লোকজনের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে ডাকাতরা পিছু হটে।”

এ সময় এলাকাবাসী ধাওয়া করে মাসুদ রানা (৩৫) নামের এক ডাকাতকে পিটিয়ে পুলিশে দেয় বলে জানান ওসি হাবিবুল্লাহ।

তিনি বলেন, ডাকাতদের হামলায় সুদেব সাহা, তার স্ত্রী রিতা রানী, দোকানের কর্মচারী রঞ্জিত সাহা ও প্রতিবেশী স্বপন সাহা আহত হন।

“গুরুতর আহত দোকানি সুদেব ও ডাকাত মাসুদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের দেওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা।”

পুলিশ ঘটনা তদন্ত করছে বলে জানান ওসি হাবিবুল্লাহ।