সিলেটে টিলা ধসে শ্রমিক নিহতের ঘটনা তদন্তে ২ কমিটি

সিলেটের কোম্পানীগঞ্জে পাথর তোলার সময় টিলা ধসে চার শ্রমিক নিহতের ঘটনা তদন্তে দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Jan 2017, 07:45 AM
Updated : 24 Jan 2017, 07:45 AM

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানান, সোমবার রাতে পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে এ দুটি তদন্ত কমিটি গঠন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, পুলিশের তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাতকে। এ কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আর জেলা প্রশাসনের পক্ষে সিলেটের অতিরিক্ত জেলা ম্যাসিস্ট্রেট আবু সাফায়াৎ মুহম্মদ শাহেদুল ইসলাম ঘটনার তদন্ত করবেন বলে জেলা প্রশাসক জয়নাল আবেদীন জানান।

তিনি জানান, দুই দিনের মধ্যে শাহেদুলকে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

কোম্পানীগঞ্জের শাহ আরপিন সংলগ্ন মটিয়া টিলায় গর্ত খুঁড়ে পাথর তোলার সময় সোমবার সকালে টিলা ধসে চার শ্রমিকের মৃত্যু হয়।

নিহতরা হলেন- নেত্রকোণার পূর্বধলা উপজেলার আল হাদি, আব্দুল কাদির, আব্দুল কুদ্দুস ও খোকন আহমদ।

ওই ঘটনায় আহত রফিক নামের এক শ্রমিক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি জানান, সোমবার সকালে ওই টিলার কাছে তারা ১৫ থেকে ২০ জন শ্রমিক পাথর তোলার কাজ করছিলেন। এমন সময় টিলা ধসে পড়লে হতাহতের ঘটনা ঘটে।