নাটোরে স্পিরিট পানে জামাই-শ্বশুরের মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে ‘চোলাই মদ’ পানে মেয়ে জামাইয়ের মৃত্যুর পর শ্বশুরেরও মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়েছেন আরেক জামাতা।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Jan 2017, 03:55 PM
Updated : 23 Jan 2017, 03:55 PM

সোমবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শ্বশুর মারা যান বলে জানান বড়াইগ্রাম থানার ওসি মো. শাহরিয়ার খাঁন।

মৃতরা হলেন উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা গ্রামের দিলিপ গোমেজ (৫৮) ও তার বড় মেয়ের জামাই উজ্জ্বল কস্তা (৩৮)।

আরেক মেয়ের জামাই ক্যান্টন কোরাইয়াকে আশংকাজনক অবস্থায় ঢাকা ইসলামিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় পুলিশ স্পিরিট বিক্রেতা স্যানাল হোমিও হলের মালিক বিশ্বজিৎ স্যানালকে গ্রেপ্তার করেছে।

ওসি বলেন, বেড়াতে আসা দুই মেয়ের জামাইকে নিয়ে বৃহস্পতিবার নিজ বাড়িতে বসে চোলাই মদ পান করেন দিলিপ।এতে তিনজনই অসুস্থ হযে পড়েন এবং শুক্রবার বিকালে উজ্জ্বল কস্তার মৃত্যু হয়।

“ক্যান্টন কোরাইয়া ও দিলিপকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে দিলিপও মারা যান।”

এ ঘটনায় সোমবার পুলিশ বাদী হয়ে বিশ্বজিৎ স্যানালকে আসামি করে মাদক দ্রব্য আইনে একটি এবং দিলিপ গোমেজের ভাই বার্নাড গোমেজ বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।

দুই মামলায় বিশ্বজিৎকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানা হয়েছে বলে জানান ওসি।