রাঙামাটিতে ট্রাকে আগুন

পার্বত‌্য জেলা রাঙামাটিতে একটি পণ‌্যবাহী ট্রাক পুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Jan 2017, 07:41 AM
Updated : 23 Jan 2017, 08:31 AM

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. শহীদুল্লাহ জানান, নানিয়ারচর উপজেলার ১৮ মাইলের কাঙগেলছড়ি এলাকার সোমবার ভোরে মহালছড়ি-খাগড়াছড়ি সড়কে এ ঘটনা ঘটে।

তিনি এ ঘটনাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বললেও কারা এর সঙ্গে জড়িত- সে বিষয়ে কিছু জানাতে পারেননি। এ ঘটনায় কেউ হতাহতও হননি।

পুলিশ কর্মকর্তা শহীদুল্লাহ বলেন, “দুটি পণ্যবাহী ট্রাক চট্টগ্রাম থেকে রাঙামাটি হয়ে মহালছড়ির দিকে যাচ্ছিল। ভোর ৫টার দিকে একদল সন্ত্রাসী একটি ট্রাকে আগুন দিলে মালামালসহ ট্রাকটি পুড়ে যায়।”

ওই সময় অন‌্য ট্রাকেও আগুন দেওয়া হলেও স্থানীয়দের সহায়তায় তা নিভিয়ে ফেলা হয় বলে অতিরিক্ত পুলিশ সুপার জানান।

তিনি বলেন, “সন্ত্রাসীদের ধরতে পুলিশ ও সেনাবাহিনী এলাকায় যৌথ অভিযান চালাচ্ছে।”

ট্রাকের মালিক রিন্টু দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার বাহনে পেঁয়াজ আলুসহ বিভিন্ন পণ‌্য ছিল। এ ঘটনায় প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তার।  

এ সময় ‘সন্ত্রাসীরা’ ট্রাকে থাকা লোকজনদের মারধর করলে দুজন আহত হয় বলে জানালেও তাদের পরিচয় নিশ্চিত করতে পরেনি পারেননি রিন্টু।

এ দিকে ট্রাকে আগুন দেওয়ার প্রতিবাদে রাঙামাটি বাস ট্রাক অটোরিকশা সিএনজি ঐক্যজোট সোমবার বেলা ১১টা থেকে জেলা শহরে অটোরিকশা চলাচল বন্ধ ঘোষণা করে।

রাঙামাটি অটোরিকশা সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক শহীদুজ্জামান মহসীন রোমান বলেন,“মালবাহী ট্রাকে আগুন দেওয়াসহ কয়েকটি ঘটনার প্রতিবাদে সিএনজি চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।”

এছাড়া অটোরিকশা চালক ও শ্রমিকরা বেলা ১২টার দিকে শহরের দোয়েল চত্বর ও বনরূপা এলাকায় বিক্ষোভ মিছিল করে বলে জানান তিনি।