নীলফামারীতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

নীলফামারী শহরের মশিউর রহমান ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ পদে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2017, 01:35 PM
Updated : 22 Jan 2017, 01:35 PM

এ পদে নিয়োগ প্রত্যাশী কলেজটির সহকারী অধ্যাপক তহমিনা খাতুন বোরবার এ অভিযোগ করেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন কলেজের অধ্যক্ষ ও নিয়োগ কমিটির সদস্য সচিব সারোয়ার মানিক।

গত ২০ জানুয়ারি কলেজটিতে উপাধ্যক্ষ পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিষয়টি তদন্তে কলেজ পরিচালনা কমিটির সভাপতি বরাবর লিখিত আবেদন করা হয়েছে জানিয়েছেন তহমিনা খাতুন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উপাধ্যক্ষ পদে আবেদন যথাযথভাবে যাচাই-বাছাই না করে ১০ জনকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দিয়েছে নিয়োগ কমিটি। ফলে যোগ্যতার ঘাটতি থাকলেও অনেকেই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।

“এতে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজ শিক্ষকদের চাকরির শর্তাবলী অনুসরণ করা হয়নি। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষর গ্রহণ করা হয়নি। দুইদিনেও ফলাফল প্রকাশ না করে বিশেষ কোনো প্রার্থীকে সুবিধা দেওয়ার চেষ্টা চলছে।”

নিয়োগ কমিটির সদস্য সচিব সারোয়ার মানিক বলেন, “উপাধ্যক্ষ পদে কলেজের নয় শিক্ষক এবং বাইরের একজন শিক্ষক পরীক্ষায় অংশ নিয়েছেন। নিয়ম অনুযায়ী আমরা সকলের পরীক্ষা গ্রহণ করেছি। এখানে বিধির কোনো ব্যতিক্রম হয়নি।”

অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে পরিচালনা কমিটির সভাপতি দেওয়ান কামাল আহমেদ জানিয়েছেন।