যৌতুকের দাবিতে গৃহবধূকে ‘পিটিয়ে হত্যা’, স্বামী আটক

শরীয়তপুরের গোসাইরহাটে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2017, 12:14 PM
Updated : 22 Jan 2017, 12:14 PM

রোববার উপজেলার হোসেন হাওলাদার কান্দি গ্রাম থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে বলে জানান শরীয়তপুরের সহকারী পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) সুমন দেব।

নিহত সোনিয়া আক্তার ওই গ্রামের শাহ আলম হাওলাদারের স্ত্রী। এ ঘটনায় শাহ আলমকে আটক করেছে পুলিশ।

সোনিয়ার চাচা কালামিয়া দরজী বলেন, শাহ আলমের সঙ্গে তিন বছর আগে সোনিয়ার বিয়ে হয়।বিয়ের পর থেকেই যৌতুকের জন্য সোনিয়াকে নির্যাতন করে আসছে শাহ আলম।

এ নিয়ে এলাকায় বেশ কয়েকবার সালিশ হয় জানিয়ে তিনি বলেন, শনিবার রাতে যৌতুকের টাকার জন্য সোনিয়াকে চাপ দেয় শাহ আলম।সোনিয়া টাকা আনতে অস্বীকার করলে দুজনের কথা কাটাকাটি হয়।

“এক পর্যায়ে শাহ আলম ও তার পরিবারে মারধরে ঘটনাস্থলেই সোনিয়া মারা যায়। খুনের দায় থেকে রক্ষা পেতে সোনিয়া আত্মহত্যা করেছে বলে ছড়ায় শাহ আলম ও তার বাবা-মা।”

খবর পেয়ে সোনিয়ার মা-বাবা ঘটনাস্থলে গিয়ে পুলিশে খবর দিলে পুলিশ শাহ আলমকে আটক করে বলে জানান কালা মিয়া।

সুমন দেব বলেন, এ ঘটনায় সোনিয়ার বাবা ইব্রাহিম দরজি বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করেছেন।মামলায় সোনিয়ার স্বামী শাহ আলমকে গ্রেপ্তার করা হয়েছে।