ঘুষের টাকাসহ ফায়ার সার্ভিসের ২ কর্মকর্তা গ্রেপ্তার

শরীয়তপুরে ঘুষ গ্রহণের সময় নগদ টাকাসহ ফায়ার সার্ভিসের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুদক।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2017, 01:00 PM
Updated : 19 Jan 2017, 01:00 PM

এরা হলেন, ফায়ার সার্ভিসের শরীয়তপুর-মাদারীপুরের উপ-সহকারী পরিচালক মজুমদার মো. মাহমুদুর রহমান ও  প্রতিষ্টানটির ভোলার উচ্চমান সহকারী মো. সাজ্জাদুল ইসলাম।

বৃহস্পতিবার দুপুরে শহরের সুরুচী আবাসিক হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে দুদক সমন্বিত জেলা ফরিদপুরের সহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেন জানান।

তিনি বলেন, “ওই দুজনকে ঘুষের ২৫ হাজার টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে পালং মডেল থানায় একটি মামলা করা হয়েছে।”

মামলার এজাহার থেকে জানা যায়, গত ১ ডিসেম্বর রাতে শরীয়তপুর শহরের রাজগঞ্জের তিনটি দোকান আগুনে পুড়ে যায়। দোকানের নামে বিমা থাকার ক্ষতিপূরণের জন্য ছাড়পত্র সংগ্রহ করতে মালিকরা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মাহমুদুর রহমানের সঙ্গে যোগাযোগ করেন।

“এ জন্য মাহমুদুর তাদের কাছ তিন লাখ ৪৮ হাজার টাকা দাবি করেন। অন্যথায় ছাড়পত্র দিব্নে না বলে জানায়। বিষয়টি জেনে বৃহস্পতিবার দুদকের ঢাকা বিভাগের পরিচালক নাছিম আনোয়ারের নেতৃত্বে একটি দল ঘুষের ২৫ হাজার টাকাসহ মাহমুদুর ও তার সহযোগী সাজ্জাদুলকে গ্রেপ্তার করে।”

পালং মডেল থানার ওসি মো. খলিলুর রহমান বলেন, দুদকের দায়ের করা মামলায় ফায়ার সার্ভিসের দুই কর্মকর্তাকে বিকালে জেলহাজতে পাঠানো হয়েছে।