প্রধানমন্ত্রীকে ‘হত্যার উসকানি’: ইরাদ সিদ্দিকীর বিরুদ্ধে পরোয়ানা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উসকানি দেওয়ার অভিযোগে করা মামলায় চৌধুরী ইরাদ আহম্মদ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে গাইবান্ধার একটি আদালত।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2017, 12:20 PM
Updated : 19 Jan 2017, 12:23 PM

বৃহস্পতিবার গাইবান্ধা সদর থানা আমলী বিচারক অতিরিক্ত বিচারিক হাকিম মইনুল হাসান ইউসুফ এ আদেশ দেন।

২০১৬ সালের ৩ অক্টোবর গাইবান্ধা জেলা যুবলীগ সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন মামলাটি দায়ের করেছিলেন।

মামলার বরাত দিয়ে বাদীপক্ষের আইনজীবী নিরঞ্জন কুমার ঘোষ জানান, গত বছরের ২৫ সেপ্টেম্বর রাতে সাবেক বিএনপি নেতা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী তার ফেইসবুকে শেখ হাসিনাকে হত্যার উসকানি দিয়েছেন।

“জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়েও ব্যাঙ্গ চিত্রও নিজের ফেইসবুকে পোস্ট করেছেন। মামলায় বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামসহ ছয়জনকে সাক্ষী করা হয়েছে।”

ওই মামলায় ২০১৬ সালের ৩০ ডিসেম্বর চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল। নির্দিষ্ট দিনে আদালতের হাজির না হওয়ায় পরোয়ানা জারি করা হয় বলে জানান এ আইনজীবী।