সাত খুন: কার কেমন দণ্ড

নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় ৩৫ আসামির সবাইকে দোষী সাব‌্যস্ত করেছে আদালত, এর মধ‌্যে সাবেক কাউন্সিলর নূর হোসেন ও সাবেক তিন র‌্যাব কর্মকর্তাসহ ২৬ আসামির সর্বোচ্চ সাজার আদেশ হয়েছে।

নিজস্ব প্রতিবেদকনারায়গঞ্জ প্রতিনিধি ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Jan 2017, 09:01 AM
Updated : 12 Feb 2017, 08:12 AM

নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন সোমবার এই রায়ে বাকি নয় আসামিকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দিয়েছেন।

২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণের পর হত‌্যা করে লাশ ডুবিয়ে দেওয়া হয় শীতলক্ষ‌্যা নদীতে।

লাশ উদ্ধারের পর নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি এবং চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল দুটি মামলা করেন, যার রায় সোমবার একসঙ্গে দেওয়া হল। 

মামলার ৩৫ আসামির মধ‌্যে ২৫ জনই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস‌্য। বাকিরা নারায়ণগঞ্জের এক সময়ের ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নূর হোসেনের সহযোগী। 

আসামিদের মধ‌্যে ২৩ জন পুলিশের হাতে ধরা পড়লেও ১২ জন এখনও পলাতক। বিচারক কাকে কেমন দণ্ড দিয়েছেন তা দেখুন এক নজরে।

আসামি

পরিচয়

সাজা

নূর হোসেন

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর

মৃত্যুদণ্ড

তারেক সাঈদ মোহাম্মদ

র‍্যাব-১১ এর সাবেক অধিনায়ক, সাবেক লেফটেন্যান্ট কর্নেল

মৃত্যুদণ্ড

আরিফ হোসেন

র‌্যাবের ক্যাম্প কমান্ডার, সাবেক মেজর

মৃত্যুদণ্ড

মাসুদ রানা

র‌্যাবের ক্যাম্প কমান্ডার, সাবেক লেফটেন্যান্ট কমান্ডার

মৃত্যুদণ্ড

এমদাদুল হক

হাবিলদার

মৃত্যুদণ্ড

আরিফ হোসেন

আরওজি-১

মৃত্যুদণ্ড

হীরা মিয়া

ল্যান্স নায়েক

মৃত্যুদণ্ড

বেলাল হোসেন

ল্যান্স নায়েক

মৃত্যুদণ্ড

আবু তৈয়ব

সিপাহি

মৃত্যুদণ্ড

মো. শিহাব উদ্দিন

কনস্টেবল

মৃত্যুদণ্ড

পুর্নেন্দ বালা,

এসআই

মৃত্যুদণ্ড

রুহুল আমিন

কর্পোরাল

১০ বছর

বজলুর রহমান,

এএসআই

৭ বছর

আলী মোহাম্মদ

নূর হোসেনের সহযোগী

মৃত্যুদণ্ড

মিজানুর রহমান দিপু

নূর হোসেনের সহযোগী

মৃত্যুদণ্ড

রহম আলী

নূর হোসেনের সহযোগী

মৃত্যুদণ্ড

আবুল বাশার

নূর হোসেনের সহযোগী

মৃত্যুদণ্ড

নাসির উদ্দিন

হাবিলদার

৭ বছর

আবুল কালাম আজাদ

এএসআই

১০ বছর

নুরুজ্জামান

সৈনিক

১০ বছর

বাবুল হাসান,

কনস্টেবল

১০ বছর

আসাদুজ্জামান নূর

সৈনিক

মৃত্যুদণ্ড

মোর্তুজা জামান চার্চিল

নূর হোসেনের সহযোগী

মৃত্যুদণ্ড

--------পলাতক ১২ আসামি--------

মো. মোখলেছুর রহমান

কর্পোরাল

অপহরণের দায়ে ১০ বছর

আব্দুল আলীম

সৈনিক

মৃত্যুদণ্ড

মহিউদ্দিন মুন্সী

সৈনিক

মৃত্যুদণ্ড

আল আমিন শরীফ

সৈনিক

মৃত্যুদণ্ড

তাজুল ইসলাম

সৈনিক

মৃত্যুদণ্ড

এনামুল কবীর

সার্জেন্ট

মৃত্যুদণ্ড

কামাল হোসেন

এএসআই

অপহরণের দায়ে ১০ বছর

হাবিবুর রহমান

কনস্টেবল

অপহরণের দায়ে ১০ বছর, আলামত সরানোর দায়ে ৭ বছর

সেলিম

নূর হোসেনের সহযোগী, বর্তমানে ভারতের কারাগারে বন্দি

মৃত্যুদণ্ড

সানাউল্লাহ ছানা

নূর হোসেনের সহযোগী

মৃত্যুদণ্ড

শাহজাহান

নূর হোসেনের ম‌্যানেজার

মৃত্যুদণ্ড

জামাল উদ্দিন

নূর হোসেনের সহযোগী

মৃত্যুদণ্ড