আশুগঞ্জে সাড়ে ৪৭ মেট্রিক টন সরকারি চালসহ আটক ৩

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ খাদ্য গুদাম থেকে পাচার হওয়া সাড়ে ৪৭ মেট্রিক টন চালসহ তিন ট্রাকচালককে আটক করেছে র‌্যাব।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Jan 2017, 12:59 PM
Updated : 12 Jan 2017, 12:59 PM

বৃহস্পতিবার বিকালে উপজেলার বাহাদুরপুর এলাকার মেসার্স উসমান গণি অ্যাগ্রো ফুড নামের একটি চাল বাছাইয়ের মিল থেকে তাদের আটক করা হয় বলে জানান র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার শেখ নাজমুল আরেফিন পরাগ।

আটককৃতরা হলেন ইয়াছিন মিয়া (২০), জয়নাল আবেদিন (৩৫) ও হানিফ মিয়া (৩৫)।

তবে আশুগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু কাওসার বলেন, উদ্ধার চাল আশুগঞ্জ খাদ্য গুদাম থেকে পাচার হয়নি।

র‌্যাব কর্মকর্তা বলেন, আশুগঞ্জ খাদ্য গুদাম থেকে তিনটি ট্রাকে করে একটি চক্র চাল পাচার করছে এমন খবরে র‌্যাব ভৈরব ক্যাম্পের একটি দল বাহাদুরপুর এলাকার মসার্স উসমান গণি অ্যাগ্রো ফুড নামের ওই চাল বাছাইয়ের মিলে অভিযান চালায়।

“এ সময় মিলের সামনের দুটি ট্রাক ও ভেতরে একটি ট্রাকে থাকা সাড়ে ৪৭ মেট্রিক চাল উদ্ধার করা হয়।”

এ ঘটনায় তিন ট্রাক চালককে আটক করা হয়েছে বলে জানান তিনি।

ট্রাক চালকরা জানান, আশুগঞ্জের এক চাল ব্যবসায়ী তাদেরকে খাদ্য গুদাম থেকে এ চাল মিলে নিয়ে যেতে বলেছেন।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিরুল কায়ছার বলেন, “সরকারি সিল দেওয়া বস্তায় চাল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে সরকারি চাল বলে মনে হচ্ছে।”