সাংসদ লিটন হত্যায় গ্রেপ্তার জামায়াত নেতা রিমান্ডে

গাইবান্ধার সুন্দরগঞ্জের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যায় গ্রেপ্তার জামায়াতে ইসলামীর নেতা সাইফুল ইসলাম মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পেয়েছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Jan 2017, 02:05 PM
Updated : 9 Jan 2017, 02:05 PM

সোমবার বিকালে গাইবান্ধার সুন্দরগঞ্জ আমলি হাজির করে পুলিশ সাতদিনের রিমান্ড আবেদন করলে বিচারক মইনুল হাসান ইউসুফ ছয় দিন মঞ্জুর করেন বলে জানান গাইবান্ধা আদালত পুলিশের পরিদর্শক রওশন মোস্তফা।

সুন্দরগঞ্জ উপজেলা পূর্ব অঞ্চল জামায়াত ইসলামীর আমির সাইফুলকে রোববার গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে গত দুদিনে এই হত্যাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য আটজনকে রিমান্ডে পেয়েছে পুলিশ।

এরমধ্যে সুন্দরগঞ্জ সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আহসান হাবিব মাসুদ ছাড়া বাকিরা জামায়াতের নেতাকর্মী।

এদিকে এমপি লিটন হত্যায় রোববার রাতে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা সুন্দরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবু হায়দার মো. আশরাফুজ্জামান

তাদের মধ্যে দুজন হলেন- উপজেলার কিশামত হলদিয়া গ্রামের মহর উদ্দিনের ছেলে সাজু মিয়া (৩৬) ও দক্ষিণ শ্রীপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে আশরাফুল আলম (৩৭)।

বাকিদের নাম জানাতে অস্বীকৃতি জানান পুলিশ কর্মকর্তা আশরাফুজ্জামান।

গত ৩১ ডিসেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জে বাড়িতে ঢুকে লিটনকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত‌্যু ঘটে।

এ ঘটনায় তার বোন বাদী হয়ে একটি মামলা করেন। ওই মামলায় এ পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।