‘উত্ত্যক্তের প্রতিবাদ করায়’ যুবককে ছুরিমেরে হত্যা

কুমিল্লা নগরীতে ‘উত্ত্যক্তের প্রতিবাদ করায়’ এক যুবককে ছুরি মেরে হত্যা করা হয়েছে।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Jan 2017, 02:38 PM
Updated : 8 Jan 2017, 02:38 PM

রোববার বেলা ৩টার দিকেনগরীর নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বলে জানান কুমিল্লা কোতোয়ালি মডেল থানার এসআই সফিউদ্দিন।

নিহত মো. হাসান (৩০) ওই এলাকার মৃত হাকিম মিয়ার ছেলে। ছয়মাস আগে ওমান থেকে দেশে ফিরেছেন তিনি।

এসআই সফিউদ্দিন বলেন, রোববার সকালে নুরপুর এলাকায় সড়কের পাশ থেকে স্কুলগামী ছাত্রীদের উত্ত্যক্ত করছিল কয়েকজন যুবক। হাসান এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ওই যুবকদের সেখান থেকে চলে যেতে বলেন।

“এর জেরে ওই যুবকরা হাসানকে ছুরিকাঘাতসহ কুপিয়ে সড়কের পাশে ফেলে পালিয়ে যায়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়।”

সেখান থেকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান তিনি।

হাসানের মা হাজেরা বেগম বলেন, “তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাশ্ববর্তী হযরতপাড়ার মানিক মিয়ার ছেলে স্বপন, তুষারসহ ২/৩জন আমার ছেলেকে কুপিয়ে হত্যা করেছে।”