সাংসদ লিটন হত্যায় জামায়াত নেতা গ্রেপ্তার

গাইবান্ধার সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যায় জড়িত সন্দেহে সুন্দরগঞ্জ উপজেলার জামায়াতে ইসলামীর আমির মো. সাইফুল ইসলাম মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Jan 2017, 11:37 AM
Updated : 8 Jan 2017, 12:25 PM

রোববার বেলা পৌনে ৩টার দিকে উপজেলার চেংমারী (শখের বাজার) এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা সুন্দরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবু হায়দার মো. আশরাফুজ্জামান।

সাইফুল ইসলাম (৪৫) সুন্দরগঞ্জ উপজেলা পূর্ব অঞ্চল জামায়াতের আমির ও চেংমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

তদন্ত কর্মকর্তা বলেন, “এমপি লিটন হত্যায় সাইফুল ইসলাম মণ্ডল জড়িত থাকতে পারেন এমন সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

“তাকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।”

সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন

রোববার সকালে সাংসদ লিটন হত্যা মামলায় উপজেলা আওয়মী লীগের সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যন আহসান হাবীব মাসুদকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে বিকালে সাতদিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান।

এ নিয়ে সাংসদ লিটন হত্যা আটজনকে গ্রেপ্তার করলো পুলিশ।

এরআগে শুক্রবার সুন্দরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে জামায়াত ইসলামীর ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। তাদেরকে লিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার রিমান্ডের আবেদন করা হয়। রোববার রিমান্ড আবেদন শুনে আদেশ তাদের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত।