কুয়াশায় ঢাকা পদ্মা, ফেরি চলাচল বিঘ্নিত

ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কমে আসায় পদ্মা পারাপারের প্রধান দুই নৌপথে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে।

রাজবাড়ী ও মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Jan 2017, 03:10 AM
Updated : 8 Jan 2017, 04:50 AM

রোববার পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে দুই ঘণ্টা ও শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে চার ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিলো।

সকাল ৯টায় শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ-রুটে ফেরি চলাচলা স্বাভাবিক হয় বলে বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ম্যানেজার গিয়াস উদ্দিন পাটুয়ারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

এর আগে ঘন কুয়াশার কারণে ভোর ৫টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।    

গিয়াস উদ্দিন বলেন, ভোরের দিকে কুয়াশার কারণে বয়াবাতি কিছুই দেখা যাচ্ছিল না; দুর্ঘটনা এাড়াতে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়।

ফেরি চলাচল শুরুর পর যানবাহন নিয়ে মাঝ পদ্মায় আটকে থাকা পাঁচটি ফেরি এবং দুই তীরে পাঁচ শতাধিক গাড়ি চলচলও শুরু হয়েছে বলে জানান তিনি।

দৌলতদিয়া ঘাটের ব্যাবস্থাপক শফিকুল ইসলাম জানান, কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে রোববার ভোর ৬টা থেকে ৮টা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি বন্ধ রাখতে বাধ্য হন তারা।

শীত মৌসুমের শুরু থেকে প্রায় প্রতিদিনই কুয়াশার কারণে বিভিন্ন নৌপথে ফেরি পারাপার বিঘ্নিত হচ্ছে। এতে যাত্রী দুর্ভোগের পাশাপাশি পণ্য পরিবহনও বিলম্বিত হচ্ছে।