অতিরিক্ত ফি বাতিলের দাবিতে শাবিতে ছাত্রফ্রন্টের বিক্ষোভ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগে ২০১৬-১৭ সেশনে প্রথম বর্ষ থেকে চালু হওয়া বর্ধিত ফি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Jan 2017, 02:35 PM
Updated : 2 Jan 2017, 02:35 PM

সোমবার বেলা পৌনে ১টায় বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলা থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রফ্রন্টের নেতা-কর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবন-২ এর সামনে গিয়ে সমাবেশ করে।

পরে উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া বরাবর একটি স্মারকলিপি দেয় সংগঠনটি।

ছাত্রফ্রন্ট শাবি শাখার আহব্বায়ক অপু কুমার দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রসেনজিৎ রুদ্র এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ফ্রন্ট নগর শাখার সাধারণ সম্পাদক রুবাইয়াৎ আহমেদ, শাবি শাখার কমিটি সদস্য তৌহিদুজ্জামান জুয়েল প্রমূখ।

স্মারকলিপিতে ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজির অধীনে নতুন চালু হওয়া এই বিভাগে নির্ধারিত ফি ছাড়াও প্রতিটি সেমিস্টারে বিভাগ উন্নয়ন ফি প্রত্যাহারের দাবি জানায় তারা।

উপাচার্য আমিনুল হক ভূইয়া বলেন, এ বিষয়ে একটি স্মারকলিপি ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক বরাবর পাঠানো হয়েছে।

ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার বলেন, “আমি স্মারকলিপি পেয়েছি। এ বিষয়য়ে উপাচার্য ও আইআইসিটি পরিচালকের সঙ্গে কথা বলবো।”