বিচার বিভাগের অপব্যাখ্যা করবেন না: প্রধান বিচারপতি

টকশোতে বিচার বিভাগের অপব্যাখ্যা ও বিভ্রান্তি সৃষ্টি না করার ‘আবেদন’ জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।  

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Jan 2017, 01:10 PM
Updated : 1 Jan 2017, 01:10 PM

রোববার মৌলভীবাজারে তিনি বলেন, কিছু কিছু ইলেক্ট্রনিক মিডিয়ায় কিছু কিছু বুদ্ধিজীবী টকশোর নামে বিচার বিভাগ সংক্রান্ত ভুল, অপব্যাখ্যা করছেন।

“আমি সেই মিডিয়াকে, আমি বিজ্ঞ যারা টকশোতে পার্টিসিপেট করেন আপনাদের দেখে দেশবাসীকে আমি আবেদন করব আপনারা বিচার বিভাগ, প্রধান বিচারপতি এবং আইনের শাসনের অপব্যাখ্যা দেওয়া ও বিভ্রান্তি সৃষ্টি করবেন না।”

প্রধান বিচারপতি মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধন শেষে সুধী সমাবেশে বক্তব্য দেন।

মৌলভীবাজার জেলা ও দায়রা জজ মো. সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম ও জেলা অইনজীবী সমিতির সভাপতি কামাল উদ্দিন আহমদ চৌধুরী।

মৌলভীবাজার গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে চার তলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের নির্মাণ কাজে প্রায় ২৭ কোটি টাকা ব্যয় হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।