শীতলক্ষ্যায় নৌকা ডুবি, ২ জনের লাশ উদ্ধার

গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীতে নৌকা ডুবে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন অন্তত পাঁচজন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Dec 2016, 04:30 PM
Updated : 30 Dec 2016, 04:56 PM

শুক্রবার সন্ধ্যায় নরসিংদীর শিবপুর থেকে কাপাসিয়া আসার পথে শীতলক্ষ্যা নদীর তারাগঞ্জ অংশে এ দুর্ঘটনা ঘটে বলে কাপাসিয়া থানার এসআই মো. দুলাল মিয়া জানান।

মৃতরা হলেন- নরসিংদীর শিবপুরের পাড়াতলা গ্রামের আতিক (২৫) ও মধ্যনগর এলাকার তাজিব খান (১৪)

নিখোঁজদের নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারে নি পুলিশ। 

এসআই দুলাল বলেন, সন্ধ্যা সোয়া ৭টার দিকে একটি ইঞ্জিনচালিত নৌকায় ১৫/২০ জন যাত্রী নরসিংদীর পাড়াতলা থেকে শীতলক্ষ্যা নদী হয়ে কাপাসিয়ার তারাগঞ্জ বাজার আসচ্ছিল।

“নৌকাটি মাঝ নদী পার হয়ে তীরে আসার আগে ডুবে যায়। এ সময় অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও অন্তত সাতজন নিখোঁজ হন।”

স্থানীয়রা প্রায় এক ঘণ্টার চেষ্টায় ওই দুইজনের লাশ উদ্ধার করে বলে জানান তিনি।

রাত ১০ টার দিকে গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আখতারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্ধ্যায় তারাগঞ্জে নৌকা ডুবির খবর পেয়েছি, তবে ঢাকা থেকে ডুবুরি নিয়ে এসে এখন ঘটনাস্থলে রওনা হয়েছি।”

তবে স্থানীয়রা উদ্ধার কাজ চালাচ্ছেন বলে জানিয়েছে পুলিশ।