নোয়াখালীতে দুপক্ষের সংঘর্ষে বিএনপির সম্মেলন পণ্ড

দুই পক্ষের সংঘর্ষে নোয়াখালী জেলা বিএনপির সম্মেলনের প্রথম অধিবেশন পণ্ড হয়ে গেছে।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Dec 2016, 12:57 PM
Updated : 30 Dec 2016, 02:31 PM

শুক্রবার বিকালে নোয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ ঘটনা ঘটে বলে নেতাকর্মী ও পুলিশ জানিয়েছে।

শহরে বিভিন্ন স্থানে দুপক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দলের নেতাকর্মীরা জানান, বিকাল ৪টার দিকে শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা বিএনপির সম্মেলন শুরু হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সম্মেলনে প্রধান অতিথি বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের বক্তব্যের শেষদিকে নতুন সভাপতি হওয়ার প্রতিযোগিতায় থাকা দুই জন হারুনুর রশিদ আজাদ ও মাহবুব আলমগীর আলোর সমর্থকদের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়।

এক পর্যায়ে শিল্পকলা একাডেমির বাইরে লাঠি হাতে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, হাতবোমা বিস্ফোরণ এবং বিভিন্ন স্থানে টানানো সম্মেলনের বিলবোর্ড ভাংচুরের ঘটনা ঘটে।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মওদুদ আহমদ শিল্পকলা একাডেমির সামনে সংবাদ সম্মেলনে কাউন্সিল অধিবেশন স্থগিতের ঘোষণা দেন।

সম্মেলনের প্রথম অধিবেশনে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহ্জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, যুগ্ম মহাসচিব এম মাহবুব উদ্দিন খোকন।