কক্সবাজারে বাস-হিউম্যান হলার সংঘর্ষে বাবা-মেয়েসহ নিহত ৪

কক্সবাজারের চকরিয়া উপজেলায় বাস ও হিউম্যান হলারের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়েসহ চারজন নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত আটজন।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Dec 2016, 10:20 AM
Updated : 16 Dec 2016, 11:30 AM

শুক্রবার বেলা ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফাঁসিয়াখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান রামু হাইওয়ে থানা পুলিশের ওসি মো. আবুল কালাম আজাদ।

নিহতরা হলেন, চকরিয়া পৌরসভার নিজপানখালীর মোহাম্মদ ইলিয়াছ খানের ছেলে আলী রিয়াজ রায়হান (২৬), মহেশখালী উপজেলার কুতুবজোমের জবুর আহমদের স্ত্রী কালা খাতুন (৫০) এবং একই ইউনিয়নের তাজিয়াকাটার মকতুল হোসেনের ছেলে মোহাম্মদ কালু (৪২) ও তার মেয়ে রিনা আক্তার (১৭)।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও পরিচয় জানাতে পারেননি তিনি।
ওসি আবুল কালাম আজাদ বলেন, ফাঁসিয়াখালী এলাকায় কক্সবাজারমুখী যাত্রীবাহী সৌদিয়া পরিবহনের বাস ও বিপরীতমুখী একটি হিউম্যান হলারের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুই জন নিহত এবং অন্তত আট জন যাত্রী আহত হন।
“আহতদের উদ্ধার করে চকরিয়ার মালুমঘাট খ্রিশ্চিয়ান মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দুই জনের মৃত্যু হয়।” 
আহতদের মধ্যে ২/৩ জনের অবস্থা আশংকাজনক বলেও তিনি জানান। 
দুজনের লাশ মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়িতে এবং অপর দুইজনের লাশ মালুমঘাট খ্রিশ্চিয়ান মেমোরিয়াল হাসপাতালে রয়েছে বলে জানান ওসি কালাম।