সিলেটের দক্ষিণ সুরমায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের তিন আরোহী নিহত হয়েছেন; আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও একজন।
Published : 14 Dec 2016, 11:39 AM
বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সাতমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে দক্ষিণ সুরমা থানার ওসি আতাউর রহমান জানান।
নিহতরা হলেন- নারায়ণগঞ্জের মাহিন আহমেদ (৩০), জেসমিন বেগম (৩৫) ও সুজন মিয়া (৩৫)। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, কুমিল্লা থেকে সিলেটগামী একটি বাসের সঙ্গে সিলেট থেকে ঢাকামুখী মাইক্রোবাসটির সংঘর্ষ হলে মাইক্রোর চার যাত্রী গুরুতর আহত হন।
স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।
ওসি জানান, ওই হাসপাতালেই বাকি একজনের চিকিৎসা চলছে। দুর্ঘটনার পর গাড়ি দুটি আটক করা হলেও চালকরা পালিয়ে গেছে।