যশোরে পিটুনিতে ট্রাকচালকের মৃত্যু

যশোরের মণিরামপুর উপজেলায় পিটিয়ে আহত করার কয়েক ঘণ্টা পর এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Dec 2016, 04:52 PM
Updated : 12 Dec 2016, 04:52 PM

সোমবার বিজয়রামপুর গ্রামের পালপাড়া মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত বাবলু রহমান (৩৫) বিজয় রামপুর গ্রামের মোন্তাজুর রহমানের ছেলে।

এ ঘটনায় জড়িত অভিযোগে তিন জনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ মটর ওয়ার্কার্স অ্যাসোশিয়েশন যশোর জেলা সাধারণ সম্পাদক ইনতাজ আলী বলেন, বেলা ১২টার দিকে তার ইউনিয়নের সদস্য বাবলু ট্রাকে করে বালি নিয়ে বিজয়রামপুর গ্রামে যাচ্ছিলেন।

পথে পালপাড়া মোড়ে সরু রাস্তায় ট্রাক নিয়ে ঢোকার কারণে ওই এলাকার জাকির, হায়দার ক্লিন ও নয়নসহ ৫-৭ জন তাকে ট্রাক থেকে নামিয়ে এলোপাতাড়ি মারপিট করেন, বলেন ইনতাজ।

ইনতাজ বলেন, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থা আশংকাজনক হলে বিকালে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

মণিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) শ্যামলাল নাথ বলেন, ট্রাকচালক বাবলু রহমানকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত অভিযোগে রেজাউল ইসলাম, মজিবুর রহমান ও জাকির হোসেন নামে তিনজনকে যশোর থেকে আটক করা হয়েছে।