রাস্তা আটকে আ. লীগ নেতার সংবর্ধনায় জনভোগান্তি

বরিশাল নগরীর ব্যস্ত সড়ক ‘সদর রোড’ আটকে রেখে এক আওয়ামী লীগ নেতাকে সংবর্ধনা দেওয়ায় ভোগান্তির শিকার হয়েছে নগরবাসী।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Dec 2016, 04:20 PM
Updated : 12 Dec 2016, 04:22 PM

সোমবার বিকাল ৫টার পর ঘণ্টাব্যাপী বিভিন্ন গলিতে আটকা পড়ে চলাচলকারী লোকজন ও যানবাহন।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সংবর্ধনা অনুষ্ঠান শেষ হলে প্রধান সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এক মাস পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। তার বরিশাল আগমন উপলক্ষে নগরীতে সংবর্ধনার আয়োজন করা হয়।

সাদিক আব্দুল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহর বড় ছেলে।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বিকাল ৫টার দিকে বরিশাল বিমানবন্দর থেকে সড়ক পথে নগরীর উদ্দেশে রওয়ানা হন সাদিক।

এর আগেই তার অনুসারীরা নগরীর গুরুত্বপূর্ণ ‘বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে (সদর রোড)’ যান চলাচল বন্ধ করে দেয়।

রহিমা আফরোজ নামে এক স্কুল শিক্ষিকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা রাস্তা বন্ধ করে দিলেও ট্রাফিক পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। তারা বরং রাস্তা বন্ধ করতে সহযোগিতা করেছে।

এ ব্যাপারে বরিশাল মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, ২শর মতো গাড়ি ও এক হাজারের বেশি মোটরসাইকেল একবারে নগরীতে প্রবেশ করেছে।

“তাই তাৎক্ষণিক নগরীর ট্রাফিক ব্যবস্থা সামাল দিতে সদর রোডের একটি অংশে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে নগরবাসীর সাময়িক সময়ের জন্য ভোগান্তি হয়েছে।”

এ ব্যবস্থা না নিলে পুরো ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা ছিল বলে মনে করেন আসাদুজ্জামান।

এদিকে এই জনভোগান্তিতে ক্ষোভ প্রকাশ করেছেন বরিশাল সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি নূরজাহান বেগম।

তিনি বলেন, সংবর্ধনা অনুষ্ঠানের জন্য নগরীতে বঙ্গবন্ধু উদ্যান, স্টেডিয়ামের মতো খোলামেলা জায়গা রয়েছে। তারপরও নেতারা রাস্তা বন্ধ করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলছেন।

এ ব্যাপারে জানতে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে ফোন করা হলে তিনি করেননি।

মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক হাসান মাহমুদ বাবু জানান, সাদিক আব্দুল্লাহর স্ত্রী-সন্তানরা যুক্তরাষ্ট্রে বসবাস করেন। তাদের সাথে সময় কাটাতে একমাস আগে তিনি সেখানে গিয়েছিলেন।

একমাস পরে বরিশালে ফিরলে নেতাকর্মীরা তাকে সংবর্ধনা দিয়েছেন, বলেন বাবু।