শাবির হলে তল্লাশি, ধারালো অস্ত্র উদ্ধার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক হলে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে কর্তৃপক্ষ।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Dec 2016, 10:43 AM
Updated : 12 Dec 2016, 10:43 AM

হলগুলোতে অস্ত্র মজুদ ও বহিরাগতরা অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে রোববার রাতে পুলিশের সহযোগিতায় এ তল্লাশি চালানো হয় বলে জানান শাহপরাণ হলের প্রাধ্যক্ষ মো. শাহেদুল হোসাইন ।

রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত তিনটি আবাসিক ছাত্র হলে এ তল্লাশি চলে।তবে এ সময় হল থেকে কাউকে আটক করা হয়নি বলে জানান তিনি।

প্রাধ্যক্ষ শাহেদুল হোসাইন বলেন, “অভিযানে শাহপরাণ হল থেকে ৪৩টি জিআই পাইপ ও ১৪ টি রাম দা পাওয়া যায়। এর মধ্যে হলের ৪২৬ নম্বর রুম থেকে বেশি অস্ত্র পাওয়ায় রুমটি সিলগালা করা হয়েছে।

অন্য দুটি হল থেকে কয়েকটি রড পাওয়া গেছে বলে জানান তিনি।

এদিকে বিশেষে কোনো কারণ ছাড়া এধরনের তল্লাশিকে হয়রানি বলে ক্ষোভ জানিয়েছে হলের শিক্ষার্থীরা।

শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহ ইলিয়াস বলেন, “হঠাৎ রাতের বেলা পুলিশের এমন অভিযান শিক্ষার্থীদের বিড়ম্বনায় ফেলে। নিরপরাধ শিক্ষার্থী এতে হয়রানির শিকার হয়।”

তবে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থেই এ ধরনের তল্লাশি চালানো হয়েছে বলে জানান বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এএসএম হাসান জাকিরুল ইসলাম।

জালালাবাদ থানার ওসি আখতার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের ডাকে ডেপুটি কমিশনার ফয়সাল মাহমুদের নেতৃত্বে পুলিশ এ তল্লাশি চালিয়েছে।”