কালিয়াকৈরে বাসচাপায় প্রাণ গেল ২ কিশোরের

গাজীপুরের কালিয়াকৈরে বাসচাপায় অটোরিকশা অরোহী দুই কিশোর নিহত হয়েছে; আহত হয়েছে চালকসহ আরও দুইজন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Dec 2016, 11:39 AM
Updated : 4 Dec 2016, 11:39 AM

রোববার দুপুরে টানসূত্রাপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে টাঙ্গাইলের গোড়াই হাইওয়ে থানার ওসি মো. খলিলুর রহমান জানান।

নিহতরা হলেন ওই এলাকার  মো. নাহিদ (১৩) এবং রতন (১৩)। স্থানীয় গোলমনবী পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিলেন তারা।

তাৎক্ষণিভাবে আহতদের নাম জানাতে না পারলেও তাদের মধ্যে একজন অটোরিকশা চালক রয়েছেন বলছে পুলিশ ।

ওসি খলিলুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর পৌনে ১টার দিকে নাহিদ ও রতন পরীক্ষা শেষ করে অটোরিকশায় করে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন।

“পথে আশুকা ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী নাইটস্টার সার্ভিসের একটি বাসের চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আহত হন অটোরিকশা চালকসহ তিনজন।”

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিকালে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেন তিনি।