সিলেটে চার ডায়াগনস্টিককে ১৫ লাখ টাকা জরিমানা

চিকিৎসকের স্বাক্ষর নকল ও মেয়াদোর্ত্তীণ ক্যামিকেল দিয়ে রোগ নির্ণয়ের দায়ে সিলেটের চারটি ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Dec 2016, 02:09 PM
Updated : 3 Dec 2016, 02:09 PM

শনিবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত র‌্যাব-৯ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে নগরীর মীরের ময়দান ও স্টেডিয়াম মার্কেট এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় একটি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালাও করে দেওয়া হয়।

সারোয়ার আলম সাংবাদিকদের জানান, চিকিৎসকের স্বাক্ষর জাল করে মেডিকেল রিপোর্ট ও মেয়াদোত্তীর্ণ কেমিকেল দিয়ে টেকনিশানরাই রিপোর্ট দেওয়ায় মীরের ময়দানের শাহজালাল মেডিকেল সার্ভিসেসকে আট লাখ টাকা ও ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারকে চার লাখ টাকা, স্টেডিয়াম মার্কেটের দ্যা পাথলজি ল্যাব ও নিরাময় ডায়গনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তাছাড়া নিউ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার নামের একটি প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়েছে বলে জানান তিনি।