আমতলী সরকারি কলেজে বেতন বন্ধ

বরগুনার আমতলী সরকারি কলেজের অধ্যক্ষ নিয়ে জটিলতার কারণে অক্টোবর মাসের বেতন পাননি শিক্ষক-কর্মচারীরা।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2016, 04:24 AM
Updated : 30 Nov 2016, 04:25 AM

কলেজটির সাবেক অধ্যক্ষ মো. মজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চলতি বছর এপ্রিলে সরকারি হওয়ার পর এখানে মো. মাসুদ রেজাকে নতুন অধ্যক্ষ নিয়োগ দেয় সরকার।

নতুন অধ্যক্ষ নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন মজিবুর রহমান।

তিনি বলেন, “হাইকোর্ট গত ৬ সেপ্টেম্বর মাসুদ রেজার নিয়োগ স্থগিত করে সরকারকে কারণ দর্শানোর নোটিশ দেয়। মাসুদ রেজার নিয়োগ স্থগিত হওয়ায় আমি বৈধ অধ্যক্ষ।”

আমতলী সোনালী ব্যাংকের ব্যবস্থাপক ইবাদুর রহমান বলছেন, কলেজটি সরকারি হওয়ার পর নতুন অধ্যক্ষ মাসুদ রেজার স্বাক্ষরে টাকা ছাড় করা হচ্ছিল। আদালত তার নিয়োগ স্থগিত করেছে। এ অবস্থায় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ ছাড়া ব্যাংক টাকা দিতে পারছে না।

সমস্যাটি সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. নুরুজ্জামান।