বরগুনায় হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

এগারো বছর আগের এক হত্যা মামলায় এক নারীসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বরগুনার একটি আদালত।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Nov 2016, 10:56 AM
Updated : 29 Nov 2016, 10:56 AM

মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহা. আবু তাহের এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের বেতমোড় গ্রামের নুরুল ইসলাম, সিদ্দিকুর রহমান, জাহানারা বেগম ও জাবেদ আলী।

একইসঙ্গে আদালত প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানাও করেছে বলে জানান ওই আদালতের এপিপি আক্তারুজ্জামান বাহাদুর।

মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, নুরুল ইসলামের মেয়ের সঙ্গে একই বাড়ির মালেক লস্করের ছেলে মিজানের সম্পর্ক গড়ে ওঠে। এর জেরে ২০০৫ সালে ১৫ সেপ্টেম্বর রাতে আসামিরা মাছ ধরার কথা বলে মিজানকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে।

“ওই ঘটনায় মিজানের বোন মুন্নি বেগম বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন। পরে নুরুল ইসলামের ঘরের পেছন থেকে মিজানের রক্তমাখা শার্টসহ আলামত পাওয়া যায়।”