নাসিরনগরে হিন্দুপল্লীতে হামলা: যুবদল নেতার দায় স্বীকার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দিরসহ বাড়িঘরে হামলা ও ভাংচুরের ঘটনায় হরিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. বিল্লাল হোসেন জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2016, 03:54 PM
Updated : 28 Nov 2016, 03:55 PM

সোমবার বিকালে জেলার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের কাছে তিনি জবানবন্দি দেন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন।

ফেইসবুকে ‘ইসলাম অবমাননার’ অভিযোগ তুলে গত ৩০ অক্টোবর নাসিরনগরে ১৫টি মন্দির ও হিন্দুদের শতাধিক বাড়িঘরে ভাংচুরসহ লুটপাট চালানো হয়। এরপরও ওই এলাকায় হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে তিন দফা অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

পুলিশ কর্মকর্তা ইকবাল বলেন, “৩৫ বছর বয়সী যুবদল নেতা বিল্লাল হোসেন পুলিশে কাছে হামলার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। বিল্লাল ট্রাক ভাড়া করে লোক সরবরাহ করেন বলে জানিয়েছেন।

“পুলিশের কাছে স্বীকারোক্তি দেওয়ার পর তাকে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম শফিকুল ইসলামের কাছে পাঠানো হয় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য।”

এর আগে রোববার রাত সাড়ে ১২টার দিকে পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থেকে বিল্লালকে গ্রেপ্তার করে বলে জানান ইকবাল।

তিনি বলেন, নাসিরনগরে হামলার ঘটনায় এখন পর্যন্ত দায়ের করা আট মামলায় ১০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।