ফেনীতে বিপন্ন প্রজাতির সাড়ে ১৪০০ পাখি উদ্ধার

ফেনীতে বিপন্ন ও বিলুপ্ত প্রজাতির সাড়ে ১৪০০ পাখি উদ্ধার এবং পাখি শিকার ও বিক্রয়ের অভিযোগে তিন শিকারিকে আটক করা হয়েছে।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2016, 10:15 AM
Updated : 24 Nov 2016, 10:15 AM

বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করা হয় বলে র‌্যাব-৭ (সিপিসি-১) ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান।

আটককৃতরা হলেন বাগেরহটের মোড়লগঞ্জ থানার আব্দুর রশিদ শেখেরর ছেলে মো. রুহুল আমিন শেখ (৩২), মাদারীপুরের বারহান্দি এলাকার আবদুল করিম তালুকদারের ছেলে রনি তালুকদার (৩০) ও যশোরের শর্শা থানার কাইবা এলাকার ওমর আলী সরদারের ছেলে মো. আতিয়ার রহমান (৪৫)।

র‌্যাব কর্মকর্তা বলেন, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে বন ও পাহাড়ি এলাকা থেকে বিপন্ন ও বিলুপ্ত প্রজাতি পাখি শিকার করে বিক্রয় করে আসছে এমন তথ্যে বন্য প্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিট, র‌্যাব ফেনী ক্যাম্প ও ফেনী বন বিভাগ যৌথ অভিযান চালায়।

“অভিযানে মহিপাল পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকা থেকে খাঁচায় বন্দি ২৪টি তোতা, এক হাজার ৫০টি ময়না, ৩০২টি মুনিয়া, ৭৫টি শালিকসহ ১৪৫১টি পাখি উদ্ধার এবং তিনজনকে আটক করা হয়।”

এ সময় পাখি ধারায় ব্যবহৃত জাল ও বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।

পরে র‌্যাব ক্যাম্পে এনে উদ্ধার পাখিগুলোকে অবমুক্ত করা হয় বরে জানান তিনি।