যশোরে গৃহবধূ হত্যায় এক ব্যক্তির যাবজ্জীবন

যশোরে ১৭ বছর আগে গৃহবধূকে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2016, 01:04 PM
Updated : 23 Nov 2016, 01:05 PM

বুধবার জেলা স্পেশাল জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত নাজমুল কেশবপুর উপজেলার বড়েঙ্গা গ্রামের আমিন উদ্দীন হাওলাদারের ছেলে।

রায়ে নাজমুলকে একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা ও তা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এসএম বদরুজ্জামান পলাশ বলেন, ১৯৯৮ সালের ১৭ এপ্রিল বড়েঙ্গা গ্রামের রহিমা খাতুনের দুটি ছাগল নাজমুলের বেগুন ক্ষেতে যায়। এ সময় ছাগল দুটি বাড়িতে নিয়ে আটকে রাখেন নাজমুল।

“পরে রহিমা তার ছাগল আনতে গেলে নাজমুলের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নাজমুল একটি কাঠ দিয়ে রহিমাকে আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।”

এ নিয়ে নিহতের স্বামী আজহার উদ্দীন হাওলাদার সাতজনকে আসামি করে কেশবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ নাজমুলকে অভিযুক্ত ও অপর ছয়জনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে আদালতে অভিযোগপত্র দেয় বলে জানান তিনি।