বরগুনায় মৎস্যজীবী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

জমি নিয়ে বিরোধের জেরে বরগুনার বামনা উপজেলা মৎস্যজীবী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী ও ছেলে।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2016, 09:51 AM
Updated : 23 Nov 2016, 09:52 AM

বুধবার ভোরে উপজেলার দক্ষিণ রামনা গ্রামে এ ঘটনা ঘটে বলে বামনা থানার ওসি মো. শাহাবুদ্দিন জানান।

নিহত নূর আলম সিদ্দিকী (৫৫) বামনা উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি এবং দক্ষিণ রামনা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি।

গুরুতর আহত তার স্ত্রী সালমা খন্দকার (৪৫) এবং ছেলে আহাদ সিদ্দিকীকে (১৭) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন সালমা খন্দকার বলেন, বুধবার ভোরে ফজরের নামাজ পড়ার আগে বাড়ির পুকুরে ওজু করতে যান নূর আলম সিদ্দিকী। জমি নিয়ে বিরোধের জেরে এ সময় একই বাড়ির গোলাম কবিরের পরিবারের সদস্যরা তাকে রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

“তাকে বাঁচাতে গেলে আমাকে ও ছেলে আহাদ সিদ্দিকীকেও কুপিয়ে আহত করে।”

আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়া হলে  বেলা সাড়ে ১২টার দিকে নূর আলম সিদ্দিকী মারা যান বলে জানান তিনি।

ওসি শাহাবুদ্দিন বলেন, পরিবারের সবাই বরিশাল থাকায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।