ঝালকাঠিতে সোনার দোকানে ডাকাতি: গ্রেপ্তার ২ আসামি রিমান্ডে

ঝালকাঠিতে বোমা ফাটিয়ে সোনার দোকানে ডাকাতির ঘটনায় গ্রেপ্তারদের দুইজনকে জিজ্ঞাসাবাদের তিন দিনের হেফাজতে দিয়েছে আদালত।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2016, 01:01 PM
Updated : 22 Nov 2016, 01:01 PM

মঙ্গলবার জেলার জ্যেষ্ঠ বিচারিক আবু শামীম আজাদ এ আদেশ দেন। 

এরা হলেন জেলার মঠবাড়িয়ার মিরুখালী গ্রামের মো. তৌহিদুল ইসলাম মুন্সি ও সিরাজুল ইসলাম।

সোমবার সন্ধ্যায় ঝালকাঠি শহরে ডাক্তারপট্টি এলাকায় হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে ‘মুসলিম গিনি হাউজ’ নামে একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার কিছুক্ষণ পর শহরতলীর গাবখান ব্রিজ এলাকা থেকে স্বর্নালংকারসহ ওই দুই আটক হয়।মধ্যরাতে আটক করা হয় আরও চার সন্দেহভাজনকে।

আদালতের পুলিশ পরিদর্শক মো. হুমায়ুন কবির বলেন, ডাকাতির ঘটনায় দোকান মালিকের ছেলে হাসান ইমাম দুটি মামলা করেন। মামলায় তৌহিদুল ও সিরাজুলসহ অজ্ঞাত পরিচয় ৭/৮ জনকে আসামি করা হয়।

“দুই মামলায় ওই দুজনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।শুনানি শেষে বিচারক তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।”

আটক চার সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনে রিমান্ড আবেদন করা হতে পারে বলে জানিয়েছেন ঝালকাঠি সদর থানার পরিদর্শক ওসি মো. মাহে আলম।