পর্যটকদের জন্য উন্মুক্ত হলো বান্দরবানের স্বর্ণমন্দির

বান্দরবানের বৌদ্ধ উপাসনালয় ও অন্যতম দর্শনীয় স্থান স্বর্ণ মন্দিরে পর্যটক-দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2016, 07:43 AM
Updated : 14 Nov 2016, 07:43 AM

মন্দিরের পবিত্রতা রক্ষায় নয় মাস আগে দেওয়া নিষেধাজ্ঞা সোমবার থেকে আর থাকছে না। প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারির মধ্যে আবারও পর্যটকরা মন্দিরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

স্বর্ণ মন্দিরের প্রতিষ্ঠাতা ও খ্যংওয়া ক্যং (রাজ বিহার) এর বিহারাধ্যক্ষ উঃ পঞা জোত মহাথেরো বলেন, “প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার অনুরোধের পর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেই সোমবার থেকে মন্দির পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে।”

পর্যটকদের বিরুদ্ধে ভিক্ষুদের সঙ্গে অসদাচরণ, মন্দিরের পবিত্রতা নষ্ট, বুদ্ধমূর্তির অবমাননাকর ছবি তোলাসহ নানা অভিযোগ ওঠার পর গত ২০ ফেব্রুয়ারি মন্দিরে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে কর্তৃপক্ষ।

বান্দরবানের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, “পুলিশের নিয়মিত পাহারার ব্যবস্থ রেখে স্বর্ণমন্দির পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে।”

নিরাপত্তার স্বার্থে নিয়মিত মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করে পর্যটকদের মন্দিরে ঢুকতে দেওয়া হবে বলে জানান তিনি।

১৯৯৫ সালে বান্দরবান শহরের বড় পুলপাড়া এলাকায় এ স্বর্ণমন্দির প্রতিষ্ঠা করা হয়।