লালমনিরহাটে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

পারিবারিক বিরোধের জেরে লালমনিরহাটের সদরে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2016, 02:38 PM
Updated : 13 Nov 2016, 02:50 PM

লালমনিরহাট সদর থানার এসআই হৃষিকেশ চন্দ্র বর্মন জানান, শনিবার গভীররাতে খুনিয়াগাছ ইউনিয়নের পূর্ব কালমাটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লাইজু বেগম সদর উপজেলার পূর্ব কালমাটি গ্রামের রুহুল আমীনের স্ত্রী। তার সদর হাসপাতালের রয়েছে।

নিহতের পরিবারের বরাত দিয়ে এসআই হৃষিকেশ বলেন, প্রায় দশ বছরে আগে লাইজুর সঙ্গে রুহুল আমীনের বিয়ে হয়। এরপর থেকে পারিবারিক নানা বিষয় নিয়ে লাইজুকে মারধর করতো তার ‘স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন’।  

“শনিবার রাতে তরকারি রান্না নিয়ে লাইজুর সঙ্গে শ্বশুরবাড়ির লোকদের কথা কাটিাকাটি হয়। রোববার সকালে কম্বল মোড়ানো অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।”

পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে শ্বাসরোধ করে হত্যার আলামত মিলেছে, ঘটনার পর থেকে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে।

এ ঘটনায় নিহতের বাবা আব্দুস সামাদ সকালে লালমনিরহাট সদর থানায় একটি হত্যা মামলা করেছেন বলে জানান এসআই হৃষিকেশ।