বিচারপতির স্বাক্ষর জালের মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার

হাই কোর্টের দুই বিচারপতির স্বাক্ষর জাল করার মামলায় চুয়াডাঙ্গা সদরে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2016, 06:07 AM
Updated : 13 Nov 2016, 07:03 AM

সদর থানার ওসি তোজাম্মেল হক জানান, শনিবার রাত সাড়ে ১২টার দিকে সদরের গড়াইটুপি এলাকা থেকে উপজেলার তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শুকুর আলীকে গ্রেপ্তার করা হয়।

“তিতুদহ গ্রামের আব্দুল লতিফের ছেলে শুকুরের বিরুদ্ধে অগাস্ট মাসে এ মামলা দায়ের করে পুলিশ। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।”

ওসি তোজাম্মেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুকুর আলীর আবেদনের প্রেক্ষিতে গত ১৫ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত চুয়াডাঙ্গার গড়াইটুপি এলাকায় মেলার অনুমোদন দেয় জেলা প্রশাসন। ১০ দিন মেলা চলার পর মেয়াদ শেষ হলে জেলা প্রশাসন মেয়াদ আরও ১৫ দিন বর্ধিত করে।

“কিন্তু মেলায় জুয়া ও অশ্লীল নাচ-গান চলছে অভিযোগ পেয়ে জেলা প্রশাসন মেলা বন্ধ করে দেয়। এরপরই শুকুর আলী হাই কোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি হাবিবুল গণির স্বাক্ষর দেখিয়ে আবার মেলার অনুমোদন দাবি করেন।”

ওসি বলেন, অগাস্টে স্থানীয়রা বিচারপতির স্বাক্ষর জাল বলে থানায় মৌখিকভাবে জানায়।

“তদন্ত শেষে চুয়াডাঙ্গা সদর থানার এসআই শরিফুল ইসলাম বাদী হয়ে গত ১৩ অগাস্ট শুকুর আলীসহ ৫০ জনকে আসামি করে চুয়াডাঙ্গা থানায় মামলা দায়ের করেন।”