শরীয়তপুর সদর হাসপাতালের ৬ চিকিৎসককে নোটিস

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় শরীয়তপুর সদর হাসপাতালের ছয় চিকিৎসককে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2016, 12:10 PM
Updated : 12 Nov 2016, 12:10 PM

শনিবার হাসপাতাল পরিদর্শনে এসে তাদের অনুপস্থিত দেখে সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. নির্মল চন্দ্র দাস এ নোটিস দেওয়ার নির্দেশ দেন।

এরা হলেন অর্থোপেডিক বিভাগের চিকিৎসক আকরাম এলাহী, মেডিকেল অফিসার দেবাশীষ সাহা, ডা. হাসান ইমাম, ডা. নওশাদ মাহমুদ, ডা. রাজীব শংকর কর্মকার ও গাইনি চিকিৎসক ডা. মিতু আক্তার।

সিভিল সার্জন বলেন, হাসপাতালের ওই ছয় চিকিৎসক শনিবার কর্মস্থলে আসেননি। হাসপাতা উপস্থিত না পেয়ে হাজিরা খাতায় লাল কালি দিয়ে অনুপস্থিত লিখে দিয়েছি এবং বিনা অনুমতিতে কর্মস্থলে উপস্থিত না থাকায় হাসপাতালের প্রধান সহকারী বজলুর রশিদকে কারণ দর্শানোর নোটিস দেওয়ার নির্দেশ দিয়েছি।

তবে এ ব্যাপারে ডা. আকরাম এলাহি বলেন, “আমি ছুটি নিয়ে আসছি। এটা হয়তো তিনি জানেন না। আমার কাছে অনুমতি পত্র আছে।”