দলকে ঐক্যবদ্ধ করুন: ওবায়দুল কাদের

সকল ভেদাভেদ দূরে রেখে দলকে ঐক্যবদ্ধ করতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2016, 10:51 AM
Updated : 11 Nov 2016, 11:01 AM

শুক্রবার দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় জেলা আওয়ামী লীগের এক পথসভায় একথা বলেন দলের নবনির্বাচিত এই সাধারণ সম্পাদক।

কাদের বলেন, “আওয়ামী লীগ যেন আওয়ামী লীগের শত্রু যেন না হয়। ভেদাভেদ দূর করুণ, দলকে শৃঙ্খলাবদ্ধ করুন, দলকে ঐক্যবদ্ধ করুন। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুণ, কোনো প্রকার অন্তঃকলহ করবেন না। সমস্যা থাকলে ঘরে বসে সমাধান করুন।”

তিনি বলেন, নেত্রীর পরিষ্কার ম্যাসেজ হলো-দল করতে হলে দলের নিয়মকানুন, দলের শৃঙ্খলা মেনে চলতে হবে। দলের নিয়মকানুন যারা মেনে চলবেন না তাদের অবশ্যই দলের কাঠামোর মধ্যে থাকার কোনো অধিকার নেই।

এ সময় জেলা পরিষদ প্রশাসক ওমর ফারুক, জেলা আওয়ামী লীগের শাহিনুল ইসলাম শাহিন, জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রতন প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে কুমিল্লার সৈয়দপুর, আলেখারচর, ঝাগুরজুলি, বিশ্বরোডসহ একাধিক পথসভায় অংশ নেন মন্ত্রী।