মৌলভীবাজারে ধলাই বাঁধ ভেঙে তিন ইউনিয়ন প্লাবিত

তিনদিনের টানা বৃষ্টিতে মৌলভীবাজারের কমলগঞ্জের ধলাই নদ তীর রক্ষা বাঁধের দুটি স্থান ভেঙ্গে দুটি ইউনিয়নের শতাধিক কৃষকের রোপা আমন তলিয়ে গেছে।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2016, 03:50 PM
Updated : 7 Nov 2016, 03:50 PM

কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শামছুদ্দীন জানান, সোমবার বেলা ১১টায় উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের সুরানন্দপুর ও রহিমপুর ইউনিয়নের কুশালপুর ও কমলগঞ্জ পৌরসভার করিমপুর গ্রামে দুটি পয়েন্টে বাঁধ ভেঙে যায়।

বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকমকে তিনি বলেন, বাঁধ ভেঙে পানি ঢুকে প্রায় ৫০০ হেক্টর জমির আমন ফসল তলিয়ে গেছে।

এর আগে রোববার রাতে ধলাই নদীর পানি বেড়ে বাঁধের ভাঙ্গনে কমলগঞ্জ পৌরসভার আলেপুর গ্রামের মনাই মিয়ার ঘর নদীর পানিতে বিলিন হয়। ঝুঁকির মধ্যে রয়েছে আরও ১৪টি ঘর।

কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ জানান,ঝূঁকিপূর্ণ এ সব বসত ঘরের লোকজনকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুর হক জানান, “ঝুঁকিপূর্ণ এলাকারগুলো উপজেলা প্রশাসন সার্বক্ষনিক নজরদারী করছে। একই সঙ্গে ক্ষতিগস্তদের সহায়তার জন্যও ব্যবস্থা নেওয়া হচ্ছে। ”

এ ব্যাপারে মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিজয় ইন্দ্র শংকর চক্রবর্তী জানান, ধলাই নদীর দুপারে কমলগঞ্জ উপজেলায় এই মুহূর্তে প্রায় ১০টি স্থান ঝুঁকিতে রয়েছে।