ঝালকাঠিতে কালী প্রতিমা ভাংচুর

দেশের বিভিন্ন স্থানে হিন্দু বাড়িঘর ও মন্দিরে হামলা, লুটপাট, ভাংচুর, অগ্নিসংযোগের মধ্যে ঝালকাঠি সদরে একটি কালী মন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2016, 07:08 AM
Updated : 6 Nov 2016, 08:54 AM

পোনাবালিয়া গ্রামে সার্বজনীন কালী মন্দিরে শনিবার শেষ রাতের পর এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক লিটন চন্দ্র শীল সাংবাদিকদের বলেন, রোববার সকাল ৬টার দিকে মন্দিরে গিয়ে তিনি দেখেন কালী প্রতিমা সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেবোত্তর সম্পত্তিতে তিন শতাংশ জমির উপর মন্দিরটি প্রতিষ্ঠিত। মন্দিরের জমি নিয়ে স্থানীয় একটি পক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধও চলছে।

“শনিবার সন্ধ্যায় মন্দিরে পূর্জাচনা হয়েছে। রাতেও প্রতিমাটি ঠিক ছিল।”

ঝালকাঠির সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আব্দুর রাকিব সাংবাদিকদের বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখনও কেউ গ্রেপ্তার বা আটক হয়নি। তবে এ ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

‘ধর্মীয় অবমাননার’ কথা বলে গত ৩০ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়র নাসিরনগরে ১৫টি মন্দিরে ভাংচুর ও অন্তত দেড়শ বাড়িঘরে ভাংচুর ও লুটপাট চালানো হয়।

এরপর হবিগঞ্জ, ঠাকুরগাঁও, নেত্রকোণা, মাগুরাসহ বিভিন্ন স্থানে আরও হামলার ঘটনা ঘটে।