নেত্রকোণায় মন্দিরে হামলা: ৪ জনের বিরুদ্ধে মামলা

নেত্রকোণা শহরের কালী মন্দিরে হামলার ঘটনায় একটি মামলা হয়েছে।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Nov 2016, 04:04 PM
Updated : 5 Nov 2016, 04:25 PM

নেত্রকোণা মডেল থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, শনিবার রাতে মন্দির কমিটির সাধারণ সম্পাদক অনিমেষ সরকার জিশু মামলাটি দায়ের করেন।

শনিবার ভোরে নেত্রকোণা শহরের সাতপাই এলাকায় একতা সংঘের কালী মন্দিরে হামলা এ ঘটনা ঘটে। এ সময় এলাকাবাসী সুমন ইসলাম (৪০) একজনকে আটক করে পুলিশে দেয়।

সুমন ইসলাম ওরফে জাহাঙ্গীর হোসেন ওরফে আনোয়ার হোসেন ওরফে ন্যায় সম্রাট নরসিংদীর রায়পুরা উপজেলার সিংরাপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে।

আটক সুমন ইসলামকে নিয়ে যাচ্ছে পুলিশ

দুইদিন আগেও জেলার কলমাকান্দা উপজেলায় একটি পারিবারিক মন্দিরে ভাংচুরসহ তুলশীগাছ উপড়ানো ও শ্মশানে তছনছ করার ঘটনা ঘটে।

ওসি তাহের বলেন, মন্দির কমিটির করা মামলায় আটক সুমনসহ অজ্ঞাতপরিচয় আরও তিনজনকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে সুমনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

রোববার সুমনকে আদালতে তোলা হবে বলেও জানান তিনি।

এদিকে শনিবার সন্ধ্যায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা হয়েছে।সভায় জেলা প্রশাসক মুশফিকুর রহমান, পুলিশ সুপার জয়দেব চৌধুরীসহ জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলার হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন।