বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ৪ জেলে নিখোঁজ

বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগরে চারটি ট্রলার ডুবে চার জেলে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Nov 2016, 01:05 PM
Updated : 5 Nov 2016, 01:05 PM

শনিবার বিষখালী ও বলেশ্বর নদীর মোহনায় এ ট্রলার ডুবির ঘটনা ঘটে বলে জেলা প্রশাসকের কার্যালয়ে ঘূর্ণিঝড় মোকাবেলায় জরুরি সভায় বরগুনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. নুরুজ্জামান জানান।

নিখোঁজ জেলেরা হচ্ছেন, মোস্তফা মাঝি, সেলিম মিয়া, কালু ও আব্বাস মাঝি।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, শনিবার বেলা ১টার দিকে এফবি শুকতারা, এফবি ভাই ভাই, এফবি নাজমুল ও সন্ধ্যায় এফবি মোশারেফ ডুবে যায়।

“এসব ট্রলারে ৬১ জন জেলে ছিল। যাদের মধ্যে ৫৭ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।”

পশ্চিম-মধ‌্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পূর্ব-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় সাগর উত্তাল থাকায় সমুদ্রবন্দরগুলোকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সঙ্কেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় ২-৩ ফুট উঁচু জোয়ার সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।