গাজীপুরে যাত্রীবেশে বাসে উঠে অস্ত্রের মুখে লুটপাট

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় যাত্রীদের অস্ত্রের মুখে আটকে রেখে লুটপাটের পর বাস নিয়ে চলে গেছে একদল ডাকাত।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Nov 2016, 08:03 AM
Updated : 4 Nov 2016, 08:36 AM

শুক্রবার ভোরে হাইটেক পার্কের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে বলে কালিয়াকৈর থানার এএসআই নাসিমা আক্তার জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মানিক এন্টারপ্রাইজ নামের বাসটি লালমরিহাট থেকে ঢাকার দিকে যাচ্ছিল। গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে যাত্রীবেশে কয়েকজন ‘ডাকাত’ ওই বাসে ওঠে।

“ভোর পৌনে ৫টার দিকে ডাকাতরা অস্ত্রের ভয় দেখিয়ে বাসটি তাদের নিয়ন্ত্রণে নেয় এবং যাত্রীদের কাছে থাকা মালামাল কেড়ে নেয়।”

যাত্রীদের বরাত দিয়ে এসআই নাসিমা জানান, লুটপাটের সময় কয়কজন চিৎকার শুরু করলে ডাকাতরা তাদের মারধর করে। এতে কয়েকজন আহত হন।

“পরে ডাকাতরা সাভারের জিরানী এলাকায় যাত্রীদের নামিয়ে বাস নিয়ে পালিয়ে যায়।”

মুক্ত হওয়ার পর যাত্রীরা ঘটনাটি কালিয়াকৈর থানায় জানালে পুলিশ আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠায় বলে এএসআই নাসিমা জানান।