পদ্মা সেতু প্রকল্পে কমপ্রেসার বিস্ফোরণে বাংলাদেশি নিহত

মুন্সীগঞ্জের লৌহজং নির্মাণাধীন পদ্মা সেতু প্রকল্পে কমপ্রেসার বিস্ফোরণে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন; আহত হয়েছেন এক চাইনিজ ফোরম্যান।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Nov 2016, 07:33 PM
Updated : 3 Nov 2016, 07:33 PM

নিহত আজমীর হোসেন নিপুল লক্ষ্মীপুরের রামগাতী উপজেলার চর গোসাই গ্রামের শফিকুর রহমানের ছেলে।

আহত চীনা নাগরিক লির একটি পা উড়ে গেছে, যাকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন লৌহজং থানার ওসি মো. আনিচুর রহমান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় পদ্মা সেতুর মাওয়ায় মিকচার পয়েন্টে শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) যন্ত্রের কাজ করছিল বাংলাদেশি নিপুল ও চাইনিজ ফোর ম্যান লি।

এ সময় হঠাৎ এসির কমপ্রেসার বিস্ফোরণ ঘটে ঘটনাস্থলেই মারা যান আজমীর।